রিপোর্টার-কপোত নবী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুক্রবার রাতে নলডুবরী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, শিবগঞ্জ উপজেলার নলডুবরী গ্রামের একটি বাড়িতে ফেন্সিডিল বিক্রির খবর পায় পুলিশ। খবর পাবার পর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সে বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা নলডুবরী গ্রামের মো. মোখলেসুর রহমান কালু (৪৫) ও মো. সুজন (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।