ads
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

উলিপুরে সেচ্চাশ্রমে নির্মিত হল বাঁশের সাকো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৭ বার পঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরের উপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের প্রমত্তা বুড়িতিস্তা নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়ে যায়। ভরাট হওয়া নদীর উপর দিয়ে দু’পারের গ্রামগুলোর মানুষ যাতায়াত করতো।

সম্প্রতি বুড়িতিস্তা নদী পুনঃখনন হলে দীর্ঘদিনের সেতুবন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ৬ গ্রামের ১০ হাজার মানুষ। দীর্ঘদিনের এ সম্পর্ক অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন হলেও তা বেশিদিন রাখতে দেয়নি দু’পারের চরপাড়া, খেয়ারপাড়, ছোট কানিপাড়া, ছড়ারপাড়, পিয়ালাপাড়া, বড় কানিপাড়া গ্রামের মানুষজন। এ সম্পর্কের বন্ধন অটুট রাখতে ও যাতায়াতের সুবিধার জন্য স্বেচ্ছাশ্রমে তৈরি করেন বাঁশের সাকো।

গতকাল শুক্রবার সকালে বুড়িতিস্তা নদীর উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত পৌরসভার চরপাড়া গ্রামে গিয়ে কথা হয় ফরিদুল ইসলাম, আব্দুল বাতেন, সেকেন্দার আলী, মজিবর রহমান, রফিকুল ইসলাম, আকবর আলী, কলেজ ছাত্র মাঈদুল ইসলাম, রাশেদুল ইসলাম, মঞ্জু মিয়াসহ অনেকের সাথে। তারা জানান, সম্প্রতি বুড়িতিস্তা নদী পুনঃখনন করা হলে তাদের মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়। অনেকে কষ্ট করে ভিজে পায়ে হেঁটে এক গ্রাম থেকে অন্য গ্রামে আসতো। এতে তাদের কষ্ট যেন আরো বেড়ে যায়। তাই এসব গ্রামের কিছু উদ্যোগী যুবক মিলে সাঁকো তৈরির পরিকল্পনা করেন। এতে যোগ দেন গ্রামের সব বয়সের মানুষ। সংগ্রহ করা হয় বাঁশসহ প্রয়োজনীয় জিনিষপত্র।

আবার তৈরি হয় ক্ষণিক বিচ্ছিন্ন হওয়া সম্পর্কের সেতুবন্ধন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102