বগুড়া জেলা প্রতিনিধি; বগুড়া জেলার সদর উপজেলায় গ্যাসের ওষুধ খেয়ে মঞ্জু মিয়া (৩৮) ও সাবিনা বেগম (৩৩) নামে এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ জুন) বেলা ১১টায় সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু এলাকার মৃত নুর মোহাম্মদ এর পুত্র। সে কবুরহাটে (বিয়াবাজার) দর্জির কাজ করত।
স্থানীয়রা জানায়, শনিবার (১৫ জুন) বেলা ১১টায় স্বামী-স্ত্রী একসাথে গ্যাসের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সিএনজিযোগে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসা চলাকালে দুপুর ২টায় মঞ্জু মিয়া মারা যায়। এরপর বিকাল ৫টায় তার স্ত্রী সাবিনা বেগমও মারা যান।
নিহত মঞ্জুর পরিবারের সদস্যরা জানান, মঞ্জুর প্রায় ১০লাখ টাকা ঋণ ছিল। লাশ ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে পৌঁছালে তাদের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বর্তমানে তাদের লাশ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমবার হোসেন বলেন, আত্মহত্যা বিষয়টি কারও কাম্য নয়। যদি কারও দ্বারা প্রভাবিত বা প্ররোচিত হয়ে মঞ্জু এবং তার স্ত্রী আত্মহত্যা করে থাকে তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।