মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি; ২০১৯-২০অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ।
শনিবার ১৫ জুন বিকালে জেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে আবার পুনরায় এসে আওয়ামীলীগের কার্যলয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ. দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সরকার, টাঙ্গাইল জেলা মহিলালীগের সভানেত্রী সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ,দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন,সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলামজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন সদর উপজেলার সাবেক সভাপতি খোরশেদ আললম সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তাবিত এই বাজেটকে ’গণমুখী বাস্তবসম্মত ব্যবসাবান্ধব,জনকল্যাণমুখী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল বের করেছে।