নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট হতে পৃথক দুটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ পিস স্বর্ণের বারসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামী, মাদারীপুর জেলার টেকেরহাট গ্রামের মো: আনিছুর রহমান (২৪), খুলনা জেলার ফুলবাড়ীগেটের শাহাজাদ মোল্লার ছেলে মো: রিয়াজ মোল্লা (২৪), নড়াইল জেলার টোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো: সবুজ মৃধা, ফরিদপুর জেলার বড়পাল্লা গ্রামের মনিরুজ্জামান মঞ্জুর ছেলে মো: তানভীর জামান (১৮)।
৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা সৃষ্টি বার্তা কে জানান, রবিবার (১৬ জুন) দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে নিজস্ব গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় ৪৯ বিজিবি’র ইন্টিলিজেন্স দল গোপন সংবাদে জানতে পারে ঢাকা হতে বেনাপোল গামী দুটি পরিবহনে স্বর্ণ পাচারকারী দল ভারতে পাচারের উদ্দ্যেশ্যে স্বর্ণের বার বহন করে বেনাপোলের যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়। এবং বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে পূর্ব থেকেই ব্যাটালিয়ন্ অধিনায়কের নির্দেশনা মোতাবেক নায়েক সুবেদার মো: আব্দুল মালেকের নেতৃর্ত্বে সকাল ৬ টা ৪০ মিনিটের সময় ঢাকা হতে বেনাপোল গামী দেশ ট্রাভেলস্ (ঢাকা মেট্টো-ব-১৪-৮৩০০) এর একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশী করে ২৬ টি স্বর্ণের বারসহ ২ জন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। একই অভিযানের মতো অন্য আরেকটি ইগল পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৪-৯৬৭৩) যাত্রীবাহী বাসে সকাল সাড়ে সাতটায় তল্লাশী চালিয়ে ১৫ টি স্বর্ণের বারসহ আরও দুই জনকে আটক করতে সক্ষম হয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। পৃথক দুটি অভিযানে সর্বমোট ৪১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন ৪ কেজি ৭৮০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২,১০,৩২,০০০/- (দুই কোটি দশ লক্ষ বত্রিশ হাজার) টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞসাবাদে জানায় যে, উক্ত স্বর্ণ ঢাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।