নিজস্ব প্রতিনিধি; র্যাব-৪, মিরপুর, ঢাকা এর নতুন অধিনায়ক হলেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। এতে অভিনন্দন জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
তিনি রংপুর র্যাব-১৩ প্রধান হিসেবে গতবছরের ১০ এপ্রিল দায়িত্ব গ্রহন করেন। গত ১৪ মাস অত্যন্ত সাহসিকতার ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেন।
মোজাম্মেল হক পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন কাশিপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম বিষয়ে স্মাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মোজাম্মেল হক ১৮তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি পঞ্চগড় ও রাজশাহী জেলার সার্কেল এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নাটোর,রাজশাহী, কুমিলা এবং ঢাকায় দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘ মিশনের আওতায় তিনি সুদানে দায়িত্ব পালন করেন।
চৌকস এই অফিসার পেশাগত বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং পিপিএম পদকে ভূষিত হন।
এছাড়াও তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য দেশ সেরা পুলিশ সুপার হিসাবে ডিজিটাল এ্যাওয়ার্ড লাভ করেন এবং পেশাগত দক্ষতার জন্য একাধিকবার আইজিপি ব্যাচ লাভ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
তিনি মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির অবেতনিক উপদেষ্টা। এ সাফল্যে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এক শুভেচ্ছা বার্তায় বলেন, মোজাম্মেল হক (বিপিএম, পিপিএম) অত্যন্ত সাহসিকতার সাথে রংপুরে নাশকতা, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁরমত একজন উপদেষ্টা পেয়ে আমাদের সংস্থা গর্বিত। র্যাব -৪ এর নতুন অধিনায়ক হওয়ায় সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।