এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর-বজরা-চিলমারী রোডে সড়ক ও জনপদের আওতাধীন ১০.৫ কিলোমিটার রাস্তার কাজ সুষ্ঠভাবে চলছে।
কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ, রানা বিল্ডার্স, মাহফুজ খান (জেভি)। ২৫ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৪শ’৫৮ টাকা ব্যায়ে দীর্ঘ ১০.৫ কি:মি: রাস্তাটি প্রসস্ত ও পাকাকরণ হলে এলাকার মানুষজনের ভাগ্যের উন্নয়ন হবে। রাস্তাটি হলে কুড়িগ্রাম জেলা শহরে যোগাযোগ সহ পাশ্ববর্তী জেলা গাইবান্ধা, রংপুরের পীগাছায় যোগাযোগের পথ সহজ হবে।
এলাকাবাসী মোফাজ্জল, জলিল উদ্দিন, রাজা মিয়া, হযরত আলী, জরিনা বেগম বলেন, শেখের বেটি আমাদের এই রাস্তা পাকা করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হামরা ধন্যবাদ জানাই।
সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বোরহান জানান, আমি কাজটির সার্বক্ষনিকভাবে দেখা-শুনা করছি নির্ধারিত মেয়াদে কাজটি শেষ হবে।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, ২৫ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৪শ’৫৮ টাকা ব্যায়ে রাস্তাটি প্রসস্ত সহ পাকা করা হয়েছে। এ রাস্তাটি পাকা হলে জনসাধারনের আর দুর্ভোগ পোহাতে হবে না। কাজের মান খুবই ভালো।
কাজের অগ্রগতি প্রায় ৪০%। কাজটি শেষ হতে আরো ১ বছর সময় রয়েছে। রাস্তাটি আগে ১২ ফিট ছিল এখন এটি ১৮ ফিট হচ্ছে।