দিনাজপুর সদর উপজেলার মহনপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে তাসফিক আহম্মেদ (২১) নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টা দিকে সদর উপজেলার মহনপুর এলাকায় আত্রাই নদীর ব্রিজের নিচে রাবার ড্যামে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি।
নিখোঁজ তাসফিক আহম্মেদ হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে জানান, আজ বিকেল ৪টার দিকে হাবিপ্রবির নয়জন ছাত্র প্রচণ্ড গরমের কারণে মহনপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন। এসময় অন্য সহপাঠীরা তাসফিক আহম্মেদকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু পানি বেশি হওয়ায় তারা তাসফিক আহম্মদকে উদ্ধার করতে পারেনি। বর্তমানে উদ্ধার কাজ বন্ধ রয়েছে।
উদ্ধার কাজে থাকা দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্য দুলাল হোসেন জানান, রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। সেখান থেকে ডুবুরিরা এসে পুনরায় উদ্ধার কাজ শুরু করবেন।