খোলামেলা পোশাকে ছবি তুলে প্রায়ই সামাজিক মাধ্যমে পোস্ট দিতেন ডাক্তার তরুণী। শেষ পর্যন্ত সেই ছবির কারণে ডাক্তারি সনদ হারাতে হয়েছে তাকে।
মিয়ানমারের বছর ২৯ সুন্দরী তরুণী ন্যাং মে স্যান পাঁচ বছর ধরে সে দেশে ডাক্তারি করছেন। চিকিৎসক হলেও অন্তর্বাসে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সামনে এনেছেন তিনি।
তার অব্যহত এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছে দেশটির সরকার। শাস্তি হিসেবে কেড়ে নেয়া হয়েছে তার লাইসেন্স। ৩ জুন মিয়ানমার মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে চিঠি দিয়ে ন্যাং স্যানকে জানানো হয়, তার পোশাক দেশের সংস্কৃতি আর ঐতিহ্যের বিরোধী। তাই তার লাইসেন্স বাতিল করা হলো।
তবে মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছেন তিনি। ন্যাং স্যানের দাবি, রোগী দেখার সময় তিনি খোলামেলা পোশাক পরেন না।