মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় আখি (৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় মধুপুর থানাধীন মাগন্তীনগর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আখি এবং আখির মা ভ্যান যোগে জলছত্র থেকে মাগন্তী নগর ফইটামারী যাওয়ার পথে কলা বোঝাই একটি অটো তাদের ভ্যানে চাপ দিলে আঁখি গুরুতর আহত হয়।
পড়ে তাকে মধুপুর উপজেলা সরকারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্হায় আখি মারা যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।