সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখা আনুষ্টানিক আত্ম প্রকাশ করেছে । ১৭ই জুন ২০১৯, পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে সংগঠনের সভাপতি জনাব আশিকুল ইসলাম আশিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা রতন এর সঞ্চলনায় আত্ম প্রকাশ অনুষ্ঠানে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। সভায় মানুষের কল্যাণে ও মানবতার স্বার্থে সংগঠনটি কাজ করে যাবে বলে নেত্রীবৃন্দদ্বয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যেখানে মানবধিকার লংঘিত হবে সেখানে মানবতার পক্ষে কাজ করবে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখা। এই সভায় যুক্তরাজ্যের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । উক্ত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব আব্দুল আহাদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব সারব আলী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন হায়দার, সহ সভাপতি লাভলু লস্কর, যুগ্ন সম্পাদক শরীফ উল্লাহ তালুকদার, অর্থ সম্পাদক দিলবর আলী, দপ্তর সম্পাদক আলী বশর ও আব্দুল কুদ্দুস, সৈয়দ গুলাব আলী গুলাম আজম তালুকদার, হীরা দেলোয়ার, সাইফুল আলম এবং আইন ও মহিলা বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার কানিজ ফাতেমা কান্তা। সভায় সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা রতন ও সভাপতি আশিকুল ইসলাম আশিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।