এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবেশ দুষণ’।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে হতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।