এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের কলেজ রোডে গ্রান্ড হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে ১৯ জুন বুধবার সকাল সাড়ে দশটায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আজিজার রহমান মস্টার। সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার শাহজাহান আলী।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী উপস্থিত ছিলেন। বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
টেকসই উন্নত সমৃদ্ধ জাতি গঠন করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে সচেতনভাবে ভুমিকা পালন করতে হবে বলে বক্তারা বর্ণনা করেন।