শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের ঝিনাইগাতীতে শেফালি আক্তার নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। শেফালি ওই গ্রামের আবুল কালামের মেয়ে ও শ্রীরবদী সরকারি কলেজের (এইচএসচি) প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গতকাল বুধবার রাতে নিজ ঘরে শেফালির ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।