কবি সুফিয়া কামালের ১০৯তম জন্মদিনে তাকে স্মরণ করল গুগল। কবির জন্মদিনে ডুডল প্রকাশ করা হয়েছে এই সার্চ ইঞ্জিনের পক্ষ থেকে।
সুফিয়া কামাল ১৯১১ সালের এই দিনে বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেছিলেন।
বুধবার রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলে চোখে পড়ছে চশমা ও শাড়ি পরিহিত কবি সুফিয়া কামালের প্রতিকৃতি। কবির প্রতিকৃতির পিছনে সবুজ বর্ণে লেখা গুগল। তার পেছনে লাল সূর্য। লাল-সবুজের সমন্বয়ে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোমপেজে এই ডুডল প্রকাশ করে। বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রায়ই প্রকাশ করে গুগল।