ফেনীতে আলতাফ উদ্দিন রিয়াদ (২৭) ও শহিদুল ইসলাম শাকিল (২৬) নামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ফেনীতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন ফেনীতে বিশেষ অভিযান চালায় পুলিশ। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের পৃথক স্থান থেকে সদর উপজেলার অশ্বদিয়া গ্রামের নেছারুল হকের ছেলে আলতাফ উদ্দিন রিয়াদ ও একই উপজেলার রুহিতিয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম শাকিলকে হাতেনাতে আটক করা হয়।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয়। ২শ’ পদের জন্য জেলার ২৪টি কেন্দ্রে ২১ হাজার ৫ শ’ ১ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেন।