মো: আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলাধীন বাসাইলে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১জুন) দুপুরে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া রেললাইন সংলগ্ন পাশের একটি ক্ষেতে পরেছিল লাশটি।
যুবকটির সাথে থাকা পরিচয়পত্র সূত্রে জানা যায় সে পাবনা জেলার চাটমোহন উপজেলার কচুগাড়ী গ্রামের লেবু সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস তালুকদার জানান, রেললাইনের পাশের ক্ষেতে এক যুবকের লাশ পরে থা্কতে দেখে স্থানীয় লোকজন ভীড় করেন। পরে কেউ তাকে চিনতে না পারায় বাসাইল থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এসময় লাশের পকেটে থাকা পরিচয়পত্র সূত্রে যুবকের পরিচয় বের করেন পুলিশ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী জানান, গ্রামবাসীদের সংবাদের ভিত্তিত্বে জানতে পারি রেললাইনের পাশের একটি ক্ষেত্রে এক যুবকের লাশ পরে আছে।
পরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে তার সাথে থাকা পরিচয়পত্র বের করে লাশের পরিচয় সনাক্ত করেন।
রেলওয়ে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। লাশটি বর্তমানে রেলওয়ে থানা পুলিশের কাছে রয়েছে।
ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে থানা ও রেলওয়ে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন।