মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি; টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক, ঘাটাইল পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও সাবেক পৌরমেয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসান আলী (৮০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার (২১ জুন) সকাল ৮.৩০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘাটাইল পৌরসভাধীন চাঁন্দশী এলাকার নিবাসী মুক্তিযোদ্ধা হাসান আলী ফুসফুসে সংক্রামক ব্যাধি সহ নানা অসুখে ভুগছিলেন।
হাসান আলী মিয়ার বড় ছেলে মো. রফিকুল ইসলাম জানান, নিউমোনিয়া থেকে লান্সে ইনফেকশন হওয়ার পর গত রোববার ঢাকার ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত মঙ্গলবার পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়ে ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।