শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের নালিতাবাড়ীতে ২১ জুন শুক্রবার রাতে ফাঁসিতে ঝুলে এক গৃহবধূর আত্মহত্যা ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে।
জানা গেছে, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের মৃত মুক্তা মিয়ার কন্যা গৃহবধু মোর্শেদা বেগম (৩৫) শুক্রবার দিবাগত রাতে পিতার বাড়িতে তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ধন্যার (আড়ার) সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ফিরুজ আলীর শিশু কন্যা লামিয়া আক্তার (৭) বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যুবরণ করে।
পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু ও শিশুর মৃতদেহ উদ্ধার করে মোর্শেদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করেছে এবং পানিতে ডুবে নিহত লামিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।