ads
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় ছাত্রী সুইটি বাঁচতে চায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ১ বার পঠিত

সদা হাস্যোজ্জ্বল একটি মুখ, একজন তরুণ ব্যাংকার (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) সুইটি রানী ধর। তিনি চাকরির পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ছেন। সম্প্রতি কোনো রকম জানান না দিয়েই তার শরীরে বাসা বেধেছে স্তন ক্যানসার নামক ব্যাধি। সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন এটা Stage-3 ক্যানসার এবং দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে। সুইটি বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যানসার ইন্সটিটিউট চিকিৎসাধীন রয়েছেন।

সেখানকার ডাক্তররা জানিয়েছেন

১। জরুরি ভিত্তিতে সুইটির শরীরে কেমোথেরাপী শুরু করতে হবে। সর্বমোট আটটি কেমোথেরাপী দিতে হবে। ইতোমধ্যে গত বুধবার (১২ জুন) একটি কেমোথেরাপী দেওয়া হয়েছে।

২। এরপর অপারেশন করতে হবে।

৩। তারপর রেডিয়েশন থেরাপী দিতে হবে।

৪। সেই সঙ্গে ১০ বছর বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা চালাতে হবে এবং ওষুধ সেবন করে যেতে হবে।

এই দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্যে প্রয়োজন কমপক্ষে ৮০ লাখ টাকা, যার ব্যয়ভার বহন করা সুইটির পরিবারের পক্ষে সম্ভবপর নয়।

এমতাবস্থায় আপনার-আমার সকলের সম্মিলিত প্রচেষ্টাই প্রিয় বোন সুইটিকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারে। সুইটি পেতে পারে স্বাভাবিক জীবন। সে জীবন বাঁচাতে আপনাদের সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।

আমার-আপনার সবার সহায়তাই সুইটি তার স্বাভাবিত জীবন ফিরে পেতে পারে।

দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে সুইটি রানী ধরকে সহায়তা করতে পারেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

ব্যাংক একাউন্ট নম্বর: Sweety Rani Dhar- A/c: No. 0993202000000268

United Commercial Bank Ltd.

Bashundhara Branch (Routing No. 245260555) Dhaka

Sudipta Chandra Dhar (Sweety’s Brother) A/C no: 0993206000015878

United Commercial Bank Ltd.

Bashundhara Branch (Routing No. 245260555) Dhaka

আপনারা অনলাইন মানি ট্রান্সফার, চেক অথবা সরাসরি ডিপোজিটের মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন। অথবা বিকাশ/রকেট এর মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন।

ব্যক্তিগত বিকাশ নম্বর: 01768765247 (Rifayat Rifa), 01729096855 (Abu Raihan Rahim), 01979096855 (Abu Raihan Rahim), 01913379008 (Epu Arman)

রকেট নম্বর: (Personal) 01979096855

সূত্র; প্রিয় ডটকম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102