বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ৮৮ হাজার ৪২৩ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ১৯৮ ভোট।
সোমবার (২৪ জুন) রাত ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোটগ্রহণ হয়। ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু নির্ধারিত সময়েও তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।