নিজস্ব প্রতিনিধি; মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে মঙ্গলবার ২৫শে জুন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির (এসএইচআরএস) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত হয় ।
দুপুরে রংপুর তাজহাট রাজবাড়িতে তাদের এই সৌজন্যমূলক সাক্ষাত হয় । সে সময় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি(এসএইচআরএস)র চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ্ ও মোঃ শাহাদাৎ হোসেন মুন্না, যুগ্ম–সম্পাদক ফিরোজ হোসেন সহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের কাছে এসএইচআরএস এর সাম্প্রতিক কর্মকান্ড তুলে ধরেন।
তারা উল্লেখ করেন, যে এর আগেও তারা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন। উত্তরাঞ্চলেও তারা এ ধরণের উদ্যোগ গ্রহণ করবেন।
তাদের কর্মকান্ডকে সাধুবাদ জানান মার্কিন এই কূটনৈতিক। পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত এই সমাজসেবা মূলক প্রতিষ্ঠানটির উত্তর উত্তর উন্নতি কামনা সহ দেশ ও জাতির কল্যানে নিরলসভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।