ads
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলে স্কুল ছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৫ বার পঠিত

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে স্কুল ছাত্র সজিব মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়নাপুর এএম মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আয়নাপুর এএম মডেল স্কুলের শিক্ষক আসলাম মিয়া, ফারুক মিয়া, শিক্ষিকা পারুল বেগম, শিক্ষার্থী আমেনা আক্তার ও রুবেল মিয়া।

বক্তারা বলেন, পুলিশ সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেয়। সেই পুলিশ কেন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলো? পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন হৃদয় স্কুলছাত্র সজিব মিয়াকে হত্যা করেছেন। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি দাবি করছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, নিহত সজিব ১৪ জুন শুক্রবার বিকালে মগড়া ইউনিয়নের বাহির শিমুল নানার বাড়ি থেকে একটি মটর সাইকেল যোগে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ। নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

১৬ জুন রবিবার দুপুরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় গলায় রশি ও মুখে কস্টিপ পেছানো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ি গ্রামের সামাদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম লাশটি তার ছেলের বলে সনাক্ত করেন। পরদিন জাহানারা বেগম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে এই ঘটনার সাথে কনস্টেবল মোশারফ ও সজিবের সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হয়। তাদের দুজনকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দুজনেই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102