মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার সখীপুরে গলায় ফাঁস দিয়ে মো. ইমরান হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। আজ ২৬ জুন বুধবার সকালে উপজেলার বাঘেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইমরান বাঘেরবাড়ি গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে। সে সূর্যতরুণ কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরানের বাবা মারা যাওয়ার পর ইমরান তার মায়ের সাথে একই ঘরে থাকত। বুধবার সকালে তাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে তার মা সালেহা বেগম মাঠে ছাগল দিতে যায়। পরে এসে দেখে ইমরান ওই ঘরের ধর্ণ্যার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্ম হত্যার কারন জানা যায়নি।
সখীপুর থানার ওসি (তদন্ত) এইচএম লুৎফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।