মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলাধীন সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৭) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে সখীপুর পৌরসভাধীন পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎপৃষ্ট হলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত সোহেল রানা পাশ্ববর্তী ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলীর ছেলে।
সে বিদ্যুৎ বিভাগের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে কাজ করত।
জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসভার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য সোহেল রানা, রনি ও খলিলুর রহমান নামের তিন বিদ্যুৎ শ্রমিক ট্রান্সফরমারের ওপরে ওঠে কাজ করতে থাকেন। এক পর্যায়ে ওপরে থাকা ১১ হাজার কেভি লাইনের সাথে সোহেল রানার স্পর্শ লাগে। অপর দুইজন অক্ষত থাকলেও ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হয়।
এ ব্যাপারে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী জামাত আলী আকন্দ বলেন, বিষয়টি জেনেছি। নিহত সোহেল রানা বিদ্যুৎ অফিসের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে কাজ করত।