হিলি সীমান্তের বৈগাম এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা আমদানি-নিষিদ্ধ এ্যাম্পল সহ মিঠু নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
২৫ জুন মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত মিঠু (২৫) হিলি হাকিমপুর উপজেলার ধরন্ধা গ্রামের এস্কানদার আলির ছেলে।
হাকিমপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক যুবক বাজার করা ব্যাগে অভিনব কায়দায় ভারতীয় এ্যাম্পল পাচার করে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে।’ এমন সংবাদে পুলিশের বিশেষ টহল দল হাকিমপুর থানার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকা থেকে মিঠুকে আটক করে পুলিশ।
এসময় তার কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে ৫শ ৫০টি এ্যাম্পল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এ্যাম্পলের মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা।
ওসি আনোয়ার আরো জানান, আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হিলি সীমান্ত এলাকায় মাদক উদ্ধার ও মাদক নির্মূল কার্যক্রম চলমান থাকবে।