নাঈম ইসলাম ; শেরপুর পৌর শহরের আখের মামুদ বাজারে খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও বাজারে সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়। এ সময় শ্রীবরদী-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আখের মামুদ বাজার। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও হোটেল মালিক লুৎফর রহমান জানায়, সন্ধ্যা ৬ টার দিকে আখের মামুদ বাজারে খাবারের হোটেল হৃদয়-রিয়াদের রান্নার কাজে ব্যাবহৃত গ্যাস সিলিন্ডারটিতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় সিলিন্ডারটিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় ওই প্রতিষ্ঠানের কর্মচারিরা।
পরে খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আগেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এ এলাকার মানুষ।
গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে মনে করছেন সেখানে উপস্থিত সাধারণ মানুষেরা। তারা মনে করেন এসব গ্যাস সিলিন্ডার ব্যাবহারে এখনই সতর্ক করা না হলে ঝুঁকি আরো বাড়বে। এ সময় আতংকে শ্রীবরদী-শেরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে প্রায় শতাধিক যানবাহন আটকে পরে।
হোটেলের ম্যানেজার হামিদুর মিয়া বলেন, রান্নার সময় হঠাৎ সিলিন্ডারে আগুন লেগে যায়। স্থানীয়দের সহায়তায় পানি, বালি ও গ্যাস স্পে করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি আমরা।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শুভল চন্দ্র দেবনাথ বলেন, আমরা খবর পেয়ে এসে সিলিন্ডারের আগুন মূহুর্তেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তারা। এসময় তিনি উপস্থিত জনসাধারণকে সিলিন্ডার ব্যাবহারবিধি ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন।