ব্রাজিলের পর কোপা আমেরিকার সেমিফাইনালে যেতে আজ রাতে ভেনিজুয়েলার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে উঠার জন্য অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে আর্জেন্টিনাকে। ফেবারিট হয়েও প্রথম দুই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হার এবং প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।
কিন্তু শেষ ম্যাচে কাতার ২-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত ৪পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনি শিষ্যরা। অপর দিকে তিন ম্যাচে ১ জয় ও ২ ড্র নিয়ে গ্রুপ ‘এ’ রানার্সআপ হয়েই কোয়ার্টার ফাইনালে উঠে ভেনিজুয়েলা।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসতে পারে একটি পরিবর্তন। গত ম্যাচে কাতারের বিপক্ষে ম্যাচে খারাপ খেলার কারণে বাদ দেয়া হতে পারে জিয়োভানি লো সেলসো। তার পরিবর্তে ভেনিজুয়েলার বিপক্ষে জায়গা পেতে পারেন মার্কোস আকুনা।
এই ম্যাচে বিজয়ী দল সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে। যদি আর্জেন্টিনা জিতে তাহলে ত কোন কথাই নেই। ফাইনালে আগেই আরেকটি ফাইনাল ম্যাচ দেখবে ফুটবল বিশ্ব। কেননা ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের মতো রোমাঞ্চকর ম্যাচ ফুটবলে আর একটাও নেই।
#আর্জেন্টিনার একাদশ : আরমানি, সারাভিয়া, পেজ্জেলা, ওটামেন্ডি, তালিয়াফিকো, পারেদেস, রদ্রিগো দে পল, আকুনা, মার্টিনেজ, আগুয়েরো, মেসি।