কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা। রিও ডি জেনেরিওতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়।
আর্জেন্টিনার প্রথম গোল আসে লিওনেল মেসির কর্নার থেকে। ডিফেন্ডাররা বল আটকাতে ব্যর্থ হলে সুযোগ পান আগুয়েরো। তার নেয়া খানিকটা কোনাকুনি শটে পায়ের পেছন দিক দিয়ে ফ্লিকে জাল খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড মার্তিনেস।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার। মাঝমাঠ থেকে লেয়ান্দ্রো পারেদেসের উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে মার্তিনেসের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।
এদিকে নিজেদের জন্য তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভেনেজুয়েলা। আর ৭৪তম মিনিটে তাদের গোলরক্ষকের হাত থেকে ফিরে আসা বল জালে পাঠান বদলি নামা মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ব্যবধান ২-০।