পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে পহেলা জুলাই চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট কলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৮ জুন) বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদী বাংলাদেশ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ যাতে চীনের ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সতর্ক রয়েছে, প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেয়া হচ্ছে না চীনের কাছ থেকে। সফরে প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক করা ছাড়াও, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখার কথা রয়েছে।
সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রপ্রতি মন্ত্রী উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ দেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।