গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় রজ্জব আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া চরে এ ঘটনা ঘটে। নিহত রজ্জব আলী গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতআনা বালুয়া গ্রামের আলেক উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে পলুপাড়া চর নামে একটি মাঠে কাজ করছিলো রজ্জব আলী। এসময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রজ্জব আলী।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, স্থানীয়ভাবে রজ্জব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের লোকজন নিহত রজ্জবের লাশ উদ্ধার করেছে।