রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরায় অভিযান চালিয়ে ক্রিস্টাল ম্যাথ বা আইস নামের নতুন এক ধরনের মাদকসহ এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৮ জুন) দুপুরে সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা ওই নাইজেরিয়ান, এ মাদকের ব্যবসার সঙ্গে জড়িত।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই মাদকসহ কাউকে আটক করা হলো বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক অন্য যে কোনো মাদকের তুলনায় বেশি ক্ষতিকারক।
এর ছড়িয়ে পড়া রোধে বেচাকেনা ও ব্যবহারকারীদের সিন্ডিকেট আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয়।