মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বিশেষজ্ঞ ডাক্তার, অত্যাধুনিক যন্ত্রপাতি ও পদ্ধতির মাধ্যমে সুলভে চোখের সুচিকিৎসা সেবার দৃঢ় প্রত্যয়ে স্বচ্ছ সুন্দর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে গতকাল ২৮ জুন শুক্রবার শুভ উদ্বোধন হলো ‘লাইফ কেয়ার চক্ষু হাসপাতাল’।
মধুপুর ময়মনসিংহ মহাসড়কের ধারে (রানী ভবানী সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপরিতে) অজস্র উৎসুক মানুষের উপস্থিতিতে প্রানবন্ত স্বচ্ছ সুন্দর মনোরম পরিবেশে পরিচ্ছন্ন আধুনিক হাসপাতালটির শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি মোঃ ছরোয়ার আলম খান আবু।
বিশাল প্যান্ডেলে অগণিত উৎফুল্ল মানুষের সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌর সভার সুযোগ্য মেয়র খঃ মাসুদ পারভেজ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক উদীয়মান তরুন সমাজ সেবক মোঃ নুরুল আলম খান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ খঃ শফি উদ্দিন মনি, মধুপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম ছামদানি, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ তারিক কামাল, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগে’র যুগ্ম আহবায়ক মোঃ আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম খান রাসেল চিকিৎসা সেবার প্রত্যয় ব্যক্ত করে বলেন, মাত্র ১শ টাকা ফি তে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার ২৪ ঘন্টা চিকিৎসাসেবা প্রদান করবেন।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অবহেলিত জনগোষ্ঠির চিকিৎসা সেবায় প্রতি ইউনিয়নে পর্যায়ক্রমে সপ্তাহে ৪দিন ফ্রি ক্যাম্পেইন করার ঘোষনা করেন তিনি।
উল্লেখ্য, আজ শুক্রবার সারাদিন ফ্রি চিকিৎসা ও স্বল্প খরচে অপারেশন করা হয়েছে। নিকটে সহজে চক্ষু চিকিৎসার এ সুন্দর ব্যবস্থা দেখে সাধারন মানুষ আশান্বিত হয়েছেন।