রাজধানীর হাজারীবাগে চা দোকানি এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত সাড়ে দশটার দিকে এ হত্যাকাণ্ড হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ১৫ জনের একটি দল একাকি বাসায় ফেরার পথে উপুর্যপুরি ছুরিকাঘাত করে ফেলে যায় তাকে। পরে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত যেই হোক ছাড় পাবে না।
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত কিশোর ইয়াছিনের স্বজনেরা তখনও জানেন না, ইয়াছিন আর বেচেঁ নেই। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছান ইয়াছিনের স্বজনরা। তারা বলছেন, ইয়াছিনকে ছুরিকাঘাত করা হয়েছে তার বন্ধুদের কাছে খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছেন তারা।
নিহত ইয়াছিনের মা বলেন, ‘দুপুরে ভাত খেয়ে গেছে। রাতে ছুটি হওয়ার পর আসার সময় কয়েকজন ধরে ইচ্ছামত কুপাইছে।’
ইয়াছিনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার পিঠে গভীর ৪টি ছুরিকাঘাতে জখম রয়েছে। স্থানীয়রা বলছেন, হাজারীবাগের টালি অফিস এলাকার বাংলা সড়কে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একাকী ইয়াছিনের ওপর হামলা চালায় ১৫ জনের একটি গ্রুপ।
প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘কয়কেজন দাঁড়িয়েছিলাম দেখি ১৫-২০ জনের একটি দল এসে কোপাইতে শুরু করছে।’
আর একজন বলেন, ‘অনেকে দাড়ানো ছিলো কেউ যখন ধরেনি। তখন আমি ধরে রিক্সায় উঠিয়ে দিয়েছি।’
কি কারণে ইয়াসিনকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বলছে, অপরাধী যেই হোক শাস্তির আওতায় আনা হবে।
এদিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে নিহত ইয়াছিনের লাশ।