ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

ছেলেধরা গুজব, ফুলবাড়ী ডিগ্রী কলেজে সচেতনতামূলক সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ০ বার পঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ীতেও ছড়িয়ে পড়েছে ছেলেধরা আতংক। এই আতংকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমছে উপস্থিতির হার। প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে এই আতংকের প্রভাব লক্ষ করা গেছে।

গ্রামের অভিভাবকদের অনেকেই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। বড়ভিটা ইউনিয়নের হরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান জানান, ছেলেধরা আতংকের কারণে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলে উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছি। হাট বাজার স্কুল কলেজ সর্বত্রই আলোচনার বিষয় ছেলেধরা আতংক। গতকাল (মঙ্গলবার) বিকেলে শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটিতে ছেলেধরা সন্দেহে একজনকে আটক করে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জানা যায় লোকটি পাগল। লোকটির বয়স আনুমানিক ৫০ বছর।

থানা পুলিশ ভুরুঙ্গামারীতে তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। গুজবটি যেন আতংকে রূপ না নেয় সেজন্য স্থানীয়দের সচেতন করতে থানা পুলিশ সমগ্র উপজেলায় মাইকিং করছে। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজে ২৪ জুলাই দুপুর ১২টায় এক সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে কলেজ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী তার বক্তব্যে ছেলেধরা গুজব থেকে সকলকে সতর্ক থাকতে বলেন। ছেলেধরা আতংকে অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে শারীরিকভাবে প্রহার না করে পুলিশকে খবর দেয়ার আহ্বান জানান।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু ছেলেধরা আতংক দূর করতে ডিগ্রী কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীকে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কার্যকর ভুমিকা পালন করার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জাকারিয়া মিঞা প্রমূখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102