চট্টগ্রামে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশের ষোলশহরে লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকার কলোনীর একটি বাসায় মা-মেয়েকে দঁড়িতে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় স্বামী ভ্রাম্যমাণ চা বিক্রেতা নন্দর সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ।