ads
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের ডিসি-ডিএম সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৭ বার পঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলায় দিনব্যাপী বাংলাদেশ-ভারত ডেপুটি কমিশনার (ডিসি) ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডিএম) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ধুবরি কালেক্টরের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সীমান্ত অপরাধ, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক-চোরাচালান ও মানুষ হত্যাসহ সীমান্ত পিলার নির্মাণ, সীমান্ত হাট, সোনাহাট স্থল বন্দরের ইমিগ্রেশন চালু, দুই দেশের সাংস্কৃতিক কার্যক্রম ও ক্রীড়া বিনিময় নিয়ে আলোচনা হয় বলে জানায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্র।

বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের নেতৃত্ব অংশ নেন- কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মুহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জামাল হোসাইন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাগফিরুল হাসান আব্বাসী, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুড়িগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ভূইঁয়া, ল্যান্ড রেকর্ডস সার্ভিস বিভাগের কানুনগো আব্দুল হক, সোনাহাট স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল।

ভারতের পক্ষে ধুবরি জেলা প্রশাসক আনন্ত লাল জ্ঞানীর নেতৃত্ব অংশ নেন- পানবাড়ি মানকার চর জেলা প্রশাসক মোছা. আতিকা সুলতানা, বিএসএফ অধিনায়ক ললিত কুমার, ধুবরি পুলিশ সুপার ডিডি হাজারিকা, মানকারচর এসপি কাংকন জ্যোতি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102