সৌম্য, তামিম, মুশফিকের বিদায়ের পর সাকিবের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তুলছিলেন লিটন দাস। কিন্তু জুটিটা বড় করতে পারলেন না। দলকে বিপদে রেখেই ফেরেন লিটন। হার্দিক পান্ডিয়ার শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২২ রান।
#স্কোর:
বাংলাদেশ ১৬৩/৪ (৩০)
তামিম ২২ (৩১)
সৌম্য ৩৩ (৩৮)
সাকিব ৫৭* (৬২)
মুশফিক ২৪ (৩৩)
লিটন ২২ (২৪)
মোসাদ্দেক ১* (১)