মো: আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামে আজ সোমবার (১ জুলাই) দুপুরে দুই ভাই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়। এরা হলো দিনমজুর সেলিম হোসেনের শিশু ছেলে শোয়েব হোসেন (৮) ও মেয়ে সূতি (৬)। দুজনই পঞ্চাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো।
প্রতিবেশীরা জানান, আজ সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। ক্লাস শুরুর আগে স্কুল থেকে অনতিদূরে একটি খাস দীঘি পাড়ে দুইভাই বোনকে খেলতে দেখা যায়। কোনো এক ফাঁকে তারা দীঘিপাড় থেকে পিছলে পানিতে পড়ে যায় বলে বাবামার ধারনা।
এদিকে দুপুরে তাদের সন্তান বাড়ি না ফেরায় উদ্ধিগ্ন বাবামা দীঘিপাড়ে খুঁজতে থাকেন। দীঘি পাড়ে দুজনের খেলনা ও বইপুস্তক দেখে তাদের সন্দেহ হয়। পরে দীঘিতে জাল ফেলে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।
ওই গ্রামের মাতব্বর নজরুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি সরকার দলীয় এক নেতা ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই খাস দীঘি থেকে বেআইনীভাবে বালি উত্তোলন করে পাড় ধ্বংস করেন। স্কুলের বাচ্চারা প্রায়ই ওই পাড়ে বসে খেলাধুলা করতো। এখন পাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি এ বালি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে এক সাথে দুই সন্তানকে হারিয়ে বাবা সেলিম হোসেন ও মাতা মরিয়ম বেগম পাগলপ্রায়। তাদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।