ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে ছাগলের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য মিজানুরকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।
ছাগলের মালিক মাগুরা পাড়ার রুবেল হোসেনের স্ত্রী ইয়াসমিন খাতুন জানান অভিযোগ করে বলেন, আমি প্রতিদিনের ন্যায় ক্যাম্পের পাশের একটি জমিতে ছাগলের খাওয়ার জন্য বেঁধে রেখে এসেছিলাম। শুক্রবার (৩০ জুন) দুপুর ২ টার দিকে হঠাৎ ছাগলের চিৎকার শুনতে পাই। বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এই মনে করে আমি সেখানে যায়। কিন্তু গিয়ে দেখি পুলিশ সদস্য মিজানুর রহমান ছাগলের সাথে খারাপ কাজে লিপ্ত রয়েছে। সে আমাকে দেখে খুব তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল ফোন বের করে কানে ধরে কথা বলার ভান করে ক্যাম্পের ভেতর ঢুকে পড়ে।
তিনি আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পে যেয়ে বিষয়টা তাদের কাছে জানালে তারা সবাই আমাদের চুপ থাকতে বলে এবং জানান যে, আমরা এর বিচার করবো।’
এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, ‘ঘটনার পর মিজানুরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এর বেশি আমি কিছু জানি না।’