নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি; দু:স্থ, অসহায় ও অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার সহায়তা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করেছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁওফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফাউন্ডেশনের সদস্য মাহবুবুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোসফেকুর রহমান, ফাউন্ডেশনের সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও ফাউন্ডেশন কর্তৃক ৫০ জন দু:স্থ, অসহায় ও অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার সহায়তা প্রদানের লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।