দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন হজ যাত্রীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১৫মিনিটে ৪১৯জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। এর আগে আশকোনা হজ ক্যাম্প ও বিমানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও ধর্ম প্রতিমন্ত্রী। শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা।
পবিত্র হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। বিগত বছরগুলোর নানা ভোগান্তি কমাতে নিয়মে কড়াকড়ি হওয়ায় যাত্রীরা এসেছেন আগেভাগেই। প্রথম দিনে বাংলাদেশ বিমানের মোট ৪টি ও সৌদি এয়ারলাইন্সের ৪টি হজ ফ্লাইটে প্রায় ৩ হাজার যাত্রী যাবেন পবিত্র নগরী মক্কায়।
বিগত বছরের ন্যায় এবার সৌদি বিমান বন্দরে ইমিগ্রেশনের ঝামেলা না থাকায় সন্তুষ্ট হজ যাত্রীরা। হজ যাত্রীরা বলেন, ‘রোদের মদ্যে হাজীদের দাঁড়িয়ে থাকতে হতো সেই ঝামেলা থেকে এবার আমরা পরিত্রাণ পেয়েছি।’
বুধবার (৩ জুলাই) রাতে হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম ও বিমান প্রতিমন্ত্রী। সেখানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ফ্লাইটের যাত্রীদের শুভকামনা জানান তারা। এ সময় অন্যবারের মত ভিসা জটিলতা, বিমানের শিডিউল বিপর্যয়ের মত কোন ভোগান্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ‘মাত্র কয়েক মাসের মধ্যে ইমিগ্রেশনের মতো কঠিন কাজ সৌদি না করে বাংলাদেশে করতে পারাটা একটু কঠিন। এবার আমরা তা পেরেছি।’
এদিকে সার্ভার জটিলতার কারণে প্রথম ফ্লাইটের যাত্রীদের সৌদির ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, ‘আমাদের হাইকমিশনার ওখানে রয়েছেন, যাত্রীদের সৌদি আরবে যাওয়ার পর ইমিগ্রেশন হবে। আগেও যেভাবে হয়েছে এখনও সেভাবেই হবে।’
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজে যাবেন।