সাঈদ বিন ইসলাম, জাবি প্রতিনিধি; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । গণিত বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী বেলাল শরিফকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি রামিম, আমেনা, সুমন, মাহিদুল, ফরিদ, উচ্ছাস ও শাওন; যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ তাকিদ, রাকিবুল ইসলাম, উৎস দত্ত, লাইবা তাসনিয়া ও রমিম; সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌরভ সাহা, সাইদুর রহমান সাদী ও জুঁই খান; কোষাধ্যক্ষ আম্বিয়া খানম; সহকোষাধ্যক্ষ সায়মা ইসলাম বৈশাখী ও জেনী; প্রচার সম্পাদক তানভীর; সহপ্রচার সম্পাদক হিরক ও তাফিম বুশরা; দপ্তর সম্পাদক সবুজ শিকদার; সহদপ্তর সম্পাদক আপন; ছাত্রকল্যাণ সম্পাদক তারেক, শাকিল, সাদিয়া ও হালিমা সিথী; ক্রীড়া সম্পাদক মুন্না; সহক্রীড়া সম্পাদক রাসান ও প্রিয়ন্তী রেজা সিদ্দিকী নদী; সাংস্কৃতিক সম্পাদক সুমনা বিশ্বাস ও শ্রাবনী; সহসাংষ্কৃতিক সম্পাদক রেহমান আসিফ; আপ্যায়ন সম্পাদক ইমতিয়াজ এবং সহআপ্যায়ন সম্পাদক মাসুম বিল্লাহ ও তানভীর।
উল্লেখ্য যে, সংগঠনটি সূচনালগ্ন থেকে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।