নুরেআলম শাহ, ঠাকুরগাঁও; ঠাকুরগাঁও সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কলোনি এলাকায় এ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ ধর্ম যেন সুশৃঙ্খল ভাবে পালন করতে পারে সে লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করছে। পাশাপাশি দেশের উন্নয়নে ব্যাপক কাজ করছে সরকার। এ কথায় দেশের উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্যই হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র এসএম মঈন প্রমুখ।
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের তত্ত¡াবধানে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। আর এটি হলে এখানে মানুষ নানা সুযোগ পাবেন।
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে মহিলাদের নামাযের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০ম তলা উচু মিনার, কনফারেন্মস কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধিদের নামাজ ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিম/খাদেম থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্র সহ নানা ব্যবস্থা রয়েছে।