নুরে আলম শাহ,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে শনিবার সকালে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে বিদেশ গমনেচ্ছুক হাউজ কিপিং(গৃহকর্মী)মহিলাদের ৫৯তম ব্যাচের ক্লাস পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁও কারিগরী প্রশিক্ষন কেন্দ্র কর্তৃক গৃহকর্মী হিসেবে বিদেশ গমনের পূর্বে সবাইকে সংশ্লিষ্ট দেশের ভাষা, রীতিনীতি ও আচার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণরত মহিলা গৃহকর্মীদের ক্লাস পরিদর্শনকালে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম কাজকর্ম ভালো ভাবে জেনে নেয়ার পরামর্শ দেন এবং সবাইকে শুভ কামনা জানান।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, কর্মচারিবৃন্দ ও গৃহকর্মী মহিলা প্রশিক্ষণার্থীরা।