শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরে ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে ৯ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, আনুসকা আয়াত বন্ধন শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে ৯ম শ্রেণিতে পড়াশোনা করছিলো। সকালে বন্ধনকে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে অপর এক ছাত্রী। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্কুল কর্তৃপক্ষ এ ঘটনাকে আত্মহত্যা বললেও মেয়েটির পরিবারের দাবি কেউ হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।