রাজধানীর ব্যস্ততম সড়ক পল্টন মোড়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে হরতাল সমর্থকরা সেখানে অবস্থান নেন।
হরতাল সমর্থনকারীরা পল্টন মোড়ে অবস্থান নিয়ে কাকরাইল থেকে পল্টন ফুল মুভি, প্রেস ক্লাব থেকে মতিঝিলের যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।
গত ৩০ জুন সরকারের পক্ষ থেকে গ্যাসের মূল্য দুই চুলায় ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা করার ঘোষণা দেয়া হয়। ১ জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপী অর্ধবেলা হরতাল ডাকে বাম জোট। পূর্বে ঘোষণা দেয়া সময় অনুযায়ী সকাল ৬ থেকে হরতাল শুরু হয়েছে, যা বেলা ২টা পর্যন্ত চলবে।