কাস্টমস গোয়েন্দা কর্তৃক ০৭-০৭- ১৯ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় দুবাই থেকে EK582 ফ্লাইট যোগে আগত এক জন চাইনিজ নাগরিকের নিকট থেকে ২৮ টি স্বর্ণবার (প্রতিটি ১০ তলা বা ১১৬ গ্রাম )আটক করা হয় যার মোট ওজন ৩২৫০ গ্রাম । যাত্রীর নাম XIAN ZHU যার পাসপোর্ট নং EE5239780 ।গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে EK582 বিমানে আগত যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে । এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল উক্ত ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে । এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয় এবং নজরদারীতে রাখা হয় । যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয় । যাত্রী স্বর্ণথাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোন কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর অস্হিত্বের সংকেত পাওয়া যায় । তার ল্যাগেজ ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে খোলা হয় । ল্যাগেজে রক্ষিত তিন টি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ২৮ টি স্বর্ণবার পাওয়া যায় যার ওজন ৩২৫০ গ্রাম ।
আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য ১ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা (প্রায়)।
আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্হা প্রক্রিয়াধীন ।