এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮ (৫)(ক) মোতাবেক পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশক্রমে সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমানের নেতৃত্বে গতকাল রাত ১১টার দিকে অভিযান চালিয়ে জেলা সদরের বাসস্ট্যান্ট এলাকার সাম্মি টেলিকম ও সুজামের মোড় এলাকায় মা-বাবা টেলিকম হতে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে ২জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের ২টি কম্পিউটার জব্দ করা হয়।
আটকৃতরা হলেন মমিনুল ইসলাম (২৬), পিতা: সাইদুর রহমান, গ্রাম: পলাশবাড়ী বানিয়াপাড়া, রতন কুমার দাস, পিতা- নারায়নচন্দ্র দাস, গ্রাম: খানপাড়া, উভয় থানা ও জেলা- কুড়িগ্রাম। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বলেন, পর্নোগ্রাফি ধর্ষণের প্রবনতার একটি অন্যতম কারণ এ জন্য পুলিশ সুপারের নির্দেশ ক্রমে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে এবং তাদের দুটি কম্পিউটার জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।