শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর পৌরশহরের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার মোবারকপুর আলহাজ মাজুন মিয়ার ধানের খলায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।
জানাজায় ইমামতি করেন খানকায়ে সিদ্দিকীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব আবু রাশেদ মুহাম্মদ বাকের।
গতকাল রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ২ ছেলে, ২ কন্যা ও স্ত্রী রেখে যান।
তার মৃত্যুতে সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সাবেক পৌরমেয়র এডভোকেট আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান নূরে আলমসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ শোক জানিয়েছেন।
জানাজা নামাজ শেষে মোবারক পুর নয়াপাড়া পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।